আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে হোসাইন নামের ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হোসাইন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু হোসাইন ঘরের ভেতর খেলছিল। একপর্যায়ে হোসাইনকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির বিভিন্ন ঘরে তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে যান স্বজনরা। এ সময় তারা বাড়ির পাশের পুকুরে হোসাইনকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, পানিতে পড়া শিশু হোসাইনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। আমরা শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
আরো দেখুন:You cannot copy content of this page