আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও বহনের অপরাধে সজিব নামে এক তরুণকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে নগদ একশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কের উপজেলা সদর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ও আনসার সদস্যরা এতে সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত সজিব (১৯) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার মৃত রমজান আলীর ছেলে। সে উপজেলা সদরের মা স্টিল হাউসে কাজ করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বড় ভাই সুমন মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান উপজেলার ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কের উপজেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় সজিবকে হাতেনাতে আটক করা হয়। আটক হওয়া সজিব ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ ( পনেরো ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং নগদ একশো টাকা অর্থদণ্ড দেয়।
দণ্ডপ্রাপ্ত সজিবের বড় ভাই সুমন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমার ভাই মাদক সেবন করে পারিবারিক শান্তি বিনষ্ট করে আসছে। নানাভাবে বুঝিয়েও তাকে আমরা এ পথ থেকে ফেরাতে পারিনি। পরে বাধ্য হয়েই উপজেলা প্রশাসনের কাছে তাকে তুলে দিয়েছি। আশা করছি এবার সে শুধরে যাবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, সজিব তার অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬( ৫) ধারায় তাকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তার কাছ থেকে ভবিষ্যতে আর মাদক সেবন করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
আরো দেখুন:You cannot copy content of this page