মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের ওশান হাই স্কুলের পশ্চিম পার্শ্বে ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টায় স্কুলের পাশের এক নির্মাণাধীন এক ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম জামিনা খাতুন (৫৫)।
সে শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশের এসআই আবুল হাচানাত সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।
স্থানীয়রা জানান, জামিনা খাতুন একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মৃত্যুর সঠিক কারন জানা যায় নি। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, নিহত জামিনা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কোন কারন জানা যায় নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।