স্টাফ রিপোর্টার।।
দেশি ফুটবলাররা উনিশ-বিশ। ম্যাচে পার্থক্য গড়ে দেন বিদেশি ফুটবলাররাই। এ সত্যটা আবার উপলব্ধি করল ঢাকা আবাহনী। এ মৌসুমে বিদেশি ফুটবলারবিহীন আবাহনী আজ লিগ ম্যাচে ঢাকা ডার্বিতে ১–০ গোলে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটা হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। বাঁ দিক থেকে আসা ক্রসে ছোট ডি–এর ভেতরে অনেকটা লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান মোহামেডানের অধিনায়ক ও মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।
প্রথমার্ধে আবাহনীকে খুঁজেই পাওয়া যায়নি। রক্ষণাত্মক ফুটবলই বেছে নিয়েছিল ধানমন্ডির দলটি। বিদেশি ফুটবলার না থাকায় রক্ষণে রয়েসয়ে খেলার কৌশল নেন কোচ মারুফুল হক। কিন্তু তাঁর দল কাজের কাজটা করতে পারেনি।
আবাহনী শেষ মিনিট দশেক তেড়েফুঁড়ে আক্রমণে উঠে গোল শোধের চেষ্টা করেছে। মোহামেডানও তখন গোলটা ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছে। যোগ করা সময়ে আরমান ফয়সালের শটে বল যায় পোস্টের বাইরে। পরপরই মোহামেডানের জালে বল পাঠায় আবাহনী। কিন্তু অফসাইডের পতাকা ওঠে আগেই।
চলতি মৌসুমে চতুর্থ ম্যাচে এটি আবাহনীর প্রথম হার। একটি ম্যাচ ফেডারেশন কাপে, বাকি তিনটি প্রিমিয়ার লিগে। লিগের প্রথম দুটি ম্যাচ ফকিরেরপুল ইয়ংমেনস ও ওয়ান্ডারার্সের সঙ্গে জেতে আবাহনী।
অন্যদিকে মোহামেডান প্রথম তিনটি লিগ ম্যাচই জিতেছে। যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আজ আবাহনীর বিপক্ষে। লিগের শুরুতে বড় দুটি দলকে হারিয়ে মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সাদা–কালোরা। মাঝে ফেডারেশন কাপে প্রথম ম্যাচটা তারা হেরেছে রহমতগঞ্জের কাছে। সেই হারের ধাক্কা সামলে আজ মোহামেডান হেসেছে।
গত লিগের প্রথম পর্বে আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল মোহামেডান। দ্বিতীয় লেগে ২-১ গোলে জয়। গত বছরের ৩০ মে ফেডারেশন কাপের ফাইনালে কুমিল্লার মাঠে ৪-৪ শেষে টাইব্রেকারে জেতে মোহামেডান।
সেই মাঠে আজ আবার মোহামেডানের কাছে হারের বেদনা নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মোহামেডানের এটি টানা দ্বিতীয় ও সর্বশেষ পাঁচ ম্যাচে চতুর্থ জয়। অন্য ম্যাচটি হয়েছে ড্র।
আরো দেখুন:You cannot copy content of this page