১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ড্যাব নেতৃবৃন্দের সভা বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

কুমিল্লার মাঠে ঢাকা ডার্বিতে আবাহনীকে হারিয়ে মোহামেডানের হাসি

  • তারিখ : ১১:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • 28

দুর্দান্ত হেডে গোল করেন মোহামেডান অধিনায়ক দিয়াবাতে। ছবি- তানভীর দিপু.

স্টাফ রিপোর্টার।।
দেশি ফুটবলাররা উনিশ-বিশ। ম্যাচে পার্থক্য গড়ে দেন বিদেশি ফুটবলাররাই। এ সত্যটা আবার উপলব্ধি করল ঢাকা আবাহনী। এ মৌসুমে বিদেশি ফুটবলারবিহীন আবাহনী আজ লিগ ম্যাচে ঢাকা ডার্বিতে ১–০ গোলে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটা হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। বাঁ দিক থেকে আসা ক্রসে ছোট ডি–এর ভেতরে অনেকটা লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান মোহামেডানের অধিনায়ক ও মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।

প্রথমার্ধে আবাহনীকে খুঁজেই পাওয়া যায়নি। রক্ষণাত্মক ফুটবলই বেছে নিয়েছিল ধানমন্ডির দলটি। বিদেশি ফুটবলার না থাকায় রক্ষণে রয়েসয়ে খেলার কৌশল নেন কোচ মারুফুল হক। কিন্তু তাঁর দল কাজের কাজটা করতে পারেনি।

আবাহনী শেষ মিনিট দশেক তেড়েফুঁড়ে আক্রমণে উঠে গোল শোধের চেষ্টা করেছে। মোহামেডানও তখন গোলটা ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছে। যোগ করা সময়ে আরমান ফয়সালের শটে বল যায় পোস্টের বাইরে। পরপরই মোহামেডানের জালে বল পাঠায় আবাহনী। কিন্তু অফসাইডের পতাকা ওঠে আগেই।
চলতি মৌসুমে চতুর্থ ম্যাচে এটি আবাহনীর প্রথম হার। একটি ম্যাচ ফেডারেশন কাপে, বাকি তিনটি প্রিমিয়ার লিগে। লিগের প্রথম দুটি ম্যাচ ফকিরেরপুল ইয়ংমেনস ও ওয়ান্ডারার্সের সঙ্গে জেতে আবাহনী।

অন্যদিকে মোহামেডান প্রথম তিনটি লিগ ম্যাচই জিতেছে। যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আজ আবাহনীর বিপক্ষে। লিগের শুরুতে বড় দুটি দলকে হারিয়ে মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সাদা–কালোরা। মাঝে ফেডারেশন কাপে প্রথম ম্যাচটা তারা হেরেছে রহমতগঞ্জের কাছে। সেই হারের ধাক্কা সামলে আজ মোহামেডান হেসেছে।

গত লিগের প্রথম পর্বে আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল মোহামেডান। দ্বিতীয় লেগে ২-১ গোলে জয়। গত বছরের ৩০ মে ফেডারেশন কাপের ফাইনালে কুমিল্লার মাঠে ৪-৪ শেষে টাইব্রেকারে জেতে মোহামেডান।

সেই মাঠে আজ আবার মোহামেডানের কাছে হারের বেদনা নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মোহামেডানের এটি টানা দ্বিতীয় ও সর্বশেষ পাঁচ ম্যাচে চতুর্থ জয়। অন্য ম্যাচটি হয়েছে ড্র।

error: Content is protected !!

কুমিল্লার মাঠে ঢাকা ডার্বিতে আবাহনীকে হারিয়ে মোহামেডানের হাসি

তারিখ : ১১:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

স্টাফ রিপোর্টার।।
দেশি ফুটবলাররা উনিশ-বিশ। ম্যাচে পার্থক্য গড়ে দেন বিদেশি ফুটবলাররাই। এ সত্যটা আবার উপলব্ধি করল ঢাকা আবাহনী। এ মৌসুমে বিদেশি ফুটবলারবিহীন আবাহনী আজ লিগ ম্যাচে ঢাকা ডার্বিতে ১–০ গোলে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটা হয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। বাঁ দিক থেকে আসা ক্রসে ছোট ডি–এর ভেতরে অনেকটা লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান মোহামেডানের অধিনায়ক ও মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।

প্রথমার্ধে আবাহনীকে খুঁজেই পাওয়া যায়নি। রক্ষণাত্মক ফুটবলই বেছে নিয়েছিল ধানমন্ডির দলটি। বিদেশি ফুটবলার না থাকায় রক্ষণে রয়েসয়ে খেলার কৌশল নেন কোচ মারুফুল হক। কিন্তু তাঁর দল কাজের কাজটা করতে পারেনি।

আবাহনী শেষ মিনিট দশেক তেড়েফুঁড়ে আক্রমণে উঠে গোল শোধের চেষ্টা করেছে। মোহামেডানও তখন গোলটা ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছে। যোগ করা সময়ে আরমান ফয়সালের শটে বল যায় পোস্টের বাইরে। পরপরই মোহামেডানের জালে বল পাঠায় আবাহনী। কিন্তু অফসাইডের পতাকা ওঠে আগেই।
চলতি মৌসুমে চতুর্থ ম্যাচে এটি আবাহনীর প্রথম হার। একটি ম্যাচ ফেডারেশন কাপে, বাকি তিনটি প্রিমিয়ার লিগে। লিগের প্রথম দুটি ম্যাচ ফকিরেরপুল ইয়ংমেনস ও ওয়ান্ডারার্সের সঙ্গে জেতে আবাহনী।

অন্যদিকে মোহামেডান প্রথম তিনটি লিগ ম্যাচই জিতেছে। যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আজ আবাহনীর বিপক্ষে। লিগের শুরুতে বড় দুটি দলকে হারিয়ে মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সাদা–কালোরা। মাঝে ফেডারেশন কাপে প্রথম ম্যাচটা তারা হেরেছে রহমতগঞ্জের কাছে। সেই হারের ধাক্কা সামলে আজ মোহামেডান হেসেছে।

গত লিগের প্রথম পর্বে আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল মোহামেডান। দ্বিতীয় লেগে ২-১ গোলে জয়। গত বছরের ৩০ মে ফেডারেশন কাপের ফাইনালে কুমিল্লার মাঠে ৪-৪ শেষে টাইব্রেকারে জেতে মোহামেডান।

সেই মাঠে আজ আবার মোহামেডানের কাছে হারের বেদনা নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মোহামেডানের এটি টানা দ্বিতীয় ও সর্বশেষ পাঁচ ম্যাচে চতুর্থ জয়। অন্য ম্যাচটি হয়েছে ড্র।