মনির হোসাইন
কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে বিষাক্ত মদ পান করে দুই জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে, এরা হল রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০)ও একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)
এলাকা সূত্রে জানা যায় যে, মঙ্গলবার রাতে বাজার থেকে বিষাক্ত মদ (মিথানল) খেয়ে অসুস্থ হয়ে পরে, সকালে দুজকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পলাশের মৃত্যু হয়। এদিকে তপন চন্দ্র সরকার কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কুমিল্লা নেওয়ার পথে তপন চন্দ্র সরকার মারা যায়।
বাঙ্গরা বাজার থানা পুলিশ খবর পেয়ে রামচন্দ্রপুর মহা শ্মশান থেকে পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে, পুলিশ আসার পূর্বে ই তপনের লাশ দাহ করার কারনে লাশ উদ্ধার করা যায় নি।
এলাকাবাসী জানায় গত এক মাস পূর্বে উত্তর বাখরাবাদ গ্রামের নেপাল পালের ছেলে শ্যামল পাল মারা যায়, কয়েক বছর পূর্বে একই গ্রামের শুকলাল পাল,সুমন, রুবেলসহ আরো অনেকে এ বিষাক্ত মদ পানে মৃত্যু হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠিয়ে একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি আরেক জনের লাশ তার স্বজনরা দাহ করার কারনে লাশ উদ্ধার করা যায় নি।
বিষাক্ত মদ (মিথানল) পানে না অন্য কারনে মৃত্যু হয়েছে রহস্য উদঘাটন করার লক্ষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে।