
মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ি থেকে রাজিয়া বেগম (৫০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজিয়া বেগম ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগম দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেন। অন্যদিকে তাঁর স্বামী জাকির হোসেনও মানসিকভাবে অসুস্থ। প্রতিদিনের মতো সোমবার ভোরে তিনি হাঁটাহাঁটি শেষে বড় ছেলের স্ত্রীকে নিয়ে রান্নার জন্য সবজি কাটছিলেন।
একপর্যায়ে তিনি নিজ ঘরে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর ছেলের বউ ঘরে ঢুকে শাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।