০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও ভেক্সিন ক্যাম্প চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী; স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২ কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু কুমিল্লা-৬ আসনে হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয়

কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • তারিখ : ১০:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 1270

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ি থেকে রাজিয়া বেগম (৫০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগম দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেন। অন্যদিকে তাঁর স্বামী জাকির হোসেনও মানসিকভাবে অসুস্থ। প্রতিদিনের মতো সোমবার ভোরে তিনি হাঁটাহাঁটি শেষে বড় ছেলের স্ত্রীকে নিয়ে রান্নার জন্য সবজি কাটছিলেন।

একপর্যায়ে তিনি নিজ ঘরে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর ছেলের বউ ঘরে ঢুকে শাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

error: Content is protected !!

কুমিল্লার মুরাদনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তারিখ : ১০:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ি থেকে রাজিয়া বেগম (৫০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগম দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এর আগে তিনি দুইবার স্ট্রোক করেন। অন্যদিকে তাঁর স্বামী জাকির হোসেনও মানসিকভাবে অসুস্থ। প্রতিদিনের মতো সোমবার ভোরে তিনি হাঁটাহাঁটি শেষে বড় ছেলের স্ত্রীকে নিয়ে রান্নার জন্য সবজি কাটছিলেন।

একপর্যায়ে তিনি নিজ ঘরে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর ছেলের বউ ঘরে ঢুকে শাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।