১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খাজা গরীব এ নেওয়াজ (রঃ) এর জন্মদিন উপলক্ষে মুরাদনগরে ওয়াজ ও দোয়া মাহফিল মুক্ত চিন্তার শুদ্ধ প্রকাশে নিরন্তর-কুমিল্লায় ধ্বনি আবৃত্তির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লার হোমনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে বিড়াল-কুকুরের বিনামূল্যে চেকাপ ও ভেক্সিন ক্যাম্প চৌদ্দগ্রামের কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী; স্মৃতির প্রাঙ্গনে প্রীতির বন্ধনে মিলনমেলা কুমিল্লায় ঢাকাগামী বিএনপির নেতাকর্মীদের বাস দুর্ঘটনা, আহত ৩২ কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বুড়িচংয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুজন গ্রেপ্তার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা কুমিল্লার হোমনায় পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে মামলায় আটক বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন

  • তারিখ : ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 535

স্টাফ রিপোর্টার
মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার চাচাতো ভাই ও স্থানীয় পুলিশের দায়ের করা মামলায় আটক বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বিকেল ৬টায় মুক্তি পাওয়া নেতা-কর্মীরা কুমিল্লা জেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন, এতে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

বিএনপি নেতাদের অভিযোগ, বিগত ১৭ বছরের আওয়ামী ‘ফ্যাসিবাদী’ শাসনে যেসব নেতা-কর্মী জেল খেটেছেন ও মামলা-হামলার শিকার হয়েছেন, তাদেরকেই নতুন করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মুরাদনগর উপজেলা বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সদ্য কারামুক্তরা বলেন, জনপ্রিয় নেতা ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে লক্ষ্য করে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় আওয়ামী নেতারা।

কারামুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, “যে থানাকে আমাদের নেতা কায়কোবাদ দাদার নির্দেশে পাহারা দিলাম, সেই পুলিশই আমাদের মিথ্যা মামলায় জেল খাটায়, আর আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে মিশে চাঁদাবাজি করে।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ বলেন, “আমরা ভাগ্যবান, আমাদের পাশে তারেক রহমান ও কায়কোবাদ দাদার মতো নেতা আছেন। তারা আমাদের খোঁজ নিয়েছেন, সহায়তা করেছেন।” তিনি উপদেষ্টা আসিফকে উদ্দেশ্য করে বলেন, “সাহস থাকলে জনতার কাতারে আসুন, জনগণ আপনার এমপি হওয়ার খায়েশ মিটিয়ে দেবে।”

উল্লেখ্য, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলার অভিযোগে এবং উপদেষ্টার চাচাতো ভাই স্থানীয় সমন্বয়ক ওবায়দুল্লাহর ওপর হামলার অভিযোগে বিএনপির উপজেলা আহ্বায়কসহ ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়—একটি পুলিশ এবং অন্যটি ওবায়দুল্লাহ নিজে দায়ের করেন।

error: Content is protected !!

কুমিল্লার মুরাদনগরে মামলায় আটক বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন

তারিখ : ০৯:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার
মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার চাচাতো ভাই ও স্থানীয় পুলিশের দায়ের করা মামলায় আটক বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বিকেল ৬টায় মুক্তি পাওয়া নেতা-কর্মীরা কুমিল্লা জেলা পরিষদের সামনে থেকে আনন্দ মিছিল বের করেন, এতে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

বিএনপি নেতাদের অভিযোগ, বিগত ১৭ বছরের আওয়ামী ‘ফ্যাসিবাদী’ শাসনে যেসব নেতা-কর্মী জেল খেটেছেন ও মামলা-হামলার শিকার হয়েছেন, তাদেরকেই নতুন করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে মুরাদনগর উপজেলা বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সদ্য কারামুক্তরা বলেন, জনপ্রিয় নেতা ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে লক্ষ্য করে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্থানীয় আওয়ামী নেতারা।

কারামুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, “যে থানাকে আমাদের নেতা কায়কোবাদ দাদার নির্দেশে পাহারা দিলাম, সেই পুলিশই আমাদের মিথ্যা মামলায় জেল খাটায়, আর আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে মিশে চাঁদাবাজি করে।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ বলেন, “আমরা ভাগ্যবান, আমাদের পাশে তারেক রহমান ও কায়কোবাদ দাদার মতো নেতা আছেন। তারা আমাদের খোঁজ নিয়েছেন, সহায়তা করেছেন।” তিনি উপদেষ্টা আসিফকে উদ্দেশ্য করে বলেন, “সাহস থাকলে জনতার কাতারে আসুন, জনগণ আপনার এমপি হওয়ার খায়েশ মিটিয়ে দেবে।”

উল্লেখ্য, গত ২৫ মার্চ মুরাদনগর থানায় হামলার অভিযোগে এবং উপদেষ্টার চাচাতো ভাই স্থানীয় সমন্বয়ক ওবায়দুল্লাহর ওপর হামলার অভিযোগে বিএনপির উপজেলা আহ্বায়কসহ ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়—একটি পুলিশ এবং অন্যটি ওবায়দুল্লাহ নিজে দায়ের করেন।