কুমিল্লার শশীদলে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার শশীদলে ঢাকা থেকে চট্টগামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।

বুধবার ১৯ এপ্রিল বিকাল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হলেও মেইন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রেনের আরেক ইঞ্জিন আসার পর কর্ণফুলী বগিগুলো নিয়ে ট্রেনটি গন্তব্যস্থলে রওনা হবে।

স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনের লুপ লাইনে আসলে এর ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়।

রেলওয়ে বিভাগের সিনিয়র উপ সহকারি প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীদের কারো কোন ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর বগিগুলো টেনে নিয়ে আরেকটি ইঞ্জিনের সাথে সংযোগ দেওয়ার পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page