কুমিল্লায় আড়াই মাসে কোরআন মুখস্থ করলো ৪ কিশোরী

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে মাত্র আড়াই মাসে চার কিশোরী পুরো কোরআন শরীফ মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে। তারা জেলার দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। বুধবার (২১ ডিসেম্বর) তাদের কোরআন হেফজ শেষ হয়।

হেফজ নেওয়া শিশুরা হলেন, দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার আবু তাহেরের মেয়ে হালিমা আক্তার (১২), ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সাদিয়া আক্তার (১১), একই উপজেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের ইদন মিয়ার মেয়ে ইসরাত জাহান স্বর্ণা (৯) এবং দেবিদ্বার উপজেলার হেতিমপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে ইফরাত আক্তার (৯)।

মাদরাসার হেফজ বিভাগের শিক্ষিকা (হাফেজা) মাকসুদা আক্তার বলেন, দেড় বছর আগে তারা মাদরাসায় ভর্তি হয়। প্রাথমিক শিক্ষা শেষ করে চলতি বছরের ২ অক্টোবর আমার তত্বাবধানে কোরআন শরীফ হেফজ শুরু করেন।

মাত্র ৭৮ দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করেন। তারা চারজন খুবই মেধাবী। তাদের একবার বুঝিয়ে দেওয়া পড়া আরেকবার বুঝাতে হয়নি। যার কারণে স্বল্প সময়ের মধ্যে তারা কোরআনে হাফেজা হতে পেরেছে। এটা অনেকটাই বিস্ময় কর।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page