০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কামরুল হুদার মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: ডা. তাহের ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধণা ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে গাঁজাসহ বাবা-ছেলে আটক মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-শিশুর মর্মান্তিক মৃত্যু আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি- সুমনা, সাধারণ সম্পাদক- আকাইদ বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লায় ইউপি নির্বাচনী প্রচারণায় হামলা; ১৫ টি মোটরসাইকেলে আগুন

  • তারিখ : ১১:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • 6

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলামের (আনারস) নির্বাচনী প্রচারণার সময় তার গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

এসময় কমপক্ষে ১৫টি মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ২১টি গাড়ি ভাংচুর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই ইউনিয়নের ঢেউয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য নৌকার প্রার্থী খায়রুল এনাম এয়াকুবের লোকজনকে দায়ি করেন আনারসের প্রার্থী নুরুল ইসলাম।

আনারসের প্রার্থী নুরুল ইসলাম আরো জানান, তিনি ও তার অনুসারী নেতা-কর্মীরা শুক্রবার সন্ধ্যায় ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে নির্বাচনী প্রচারণায় গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন অতর্কিতভাবে হামলা চালায়।

এসময় তারা ১৫টি মোটর সাইকেল জ্বালিয়ে দেয় এবং ২১টি গাড়ি ভাংচুর করা হয়। এ বিষয়ে তিনি বরুড়া থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এ বিষয়ে রাতে নৌকার প্রার্থী খায়রুল এনাম এয়াকুব বলেন, এ হামলার সাথে আমার লোকজন জড়িত নেই। রাতে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়াকে ছুরিকাঘাত করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার ঘটনায় ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। আগামী ৩০ ডিসেম্বর ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুমিল্লায় ইউপি নির্বাচনী প্রচারণায় হামলা; ১৫ টি মোটরসাইকেলে আগুন

তারিখ : ১১:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলামের (আনারস) নির্বাচনী প্রচারণার সময় তার গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

এসময় কমপক্ষে ১৫টি মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ২১টি গাড়ি ভাংচুর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই ইউনিয়নের ঢেউয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য নৌকার প্রার্থী খায়রুল এনাম এয়াকুবের লোকজনকে দায়ি করেন আনারসের প্রার্থী নুরুল ইসলাম।

আনারসের প্রার্থী নুরুল ইসলাম আরো জানান, তিনি ও তার অনুসারী নেতা-কর্মীরা শুক্রবার সন্ধ্যায় ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে নির্বাচনী প্রচারণায় গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ প্রার্থীর লোকজন অতর্কিতভাবে হামলা চালায়।

এসময় তারা ১৫টি মোটর সাইকেল জ্বালিয়ে দেয় এবং ২১টি গাড়ি ভাংচুর করা হয়। এ বিষয়ে তিনি বরুড়া থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এ বিষয়ে রাতে নৌকার প্রার্থী খায়রুল এনাম এয়াকুব বলেন, এ হামলার সাথে আমার লোকজন জড়িত নেই। রাতে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়াকে ছুরিকাঘাত করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার ঘটনায় ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। আগামী ৩০ ডিসেম্বর ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।