কুমিল্লায় কাউন্সিলর হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ যুবক আটক

নেকবর হোসেন।।
কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

নাঙ্গলকোট উপজেলার গান্দাচি গ্রাম থেকে মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। পরে পুলিশের করা মামলায় শাখাওয়াত হোসেন জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ বলছে, জুয়েলের সঙ্গে কাউন্সিলর সোহেল হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমের যোগাযোগ ছিল। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালবার, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

জুয়েলকে ধরতে যে অভিযান পরিচালনা করা হয় তাতে অংশ নেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক পরিমল দাশ। পরে অস্ত্র আইনে জুয়েলের নামে মামলা করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, কাউন্সিলর সোহেল হত্যার পর দিন প্রধান আসামি শাহ আলম গান্দাচি গ্রামে জুয়েলের বাড়ীতে অবস্থান করেন। এ সময় শাহ আলম অস্ত্রগুলো জুয়েলের কাছে রেখে যান।

তিনি আরও জানান, ২০১৫ সালের দিকে কাউন্সিলর সোহেল হত্যার প্রধান আসামি শাহ আলমের সঙ্গে পরিচয় হয় জুয়েলের৷

পুলিশের ধারণা উদ্ধার হওয়া অস্ত্রগুলো কাউন্সিলর সোহেল ও তার সঙ্গীকে হত্যায় ব্যবহার হয়েছিল। জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page