০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণীপ্রেমীদের মিলনমেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লায় ৫ মিনিটের ঝটিকা মিছিল, ছাত্রলীগ, যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, বাবা-ছেলে গ্রেফতার

  • তারিখ : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • 8

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগে করা মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় এ মামলা দায়ের করেন। আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর শান্তিনগর এলাকার এজহারভুক্ত আসামি মো. আবুল কালাম (৪৫) ও তার ছেলে মো. রিফাত হোসেন(২২)।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দেবিদ্বারের বাগুর শান্তিনগর এলাকায় চোর সন্দেহে গত ১২ জানুয়ারি ভোরে চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার বাবুর্চি মিজানুর রহমানের ছেলে আশিকুর রহমানকে (১৯) গণপিটুনি দেয় এলাকাবাসী। ১৪ জানুয়ারি ভোরে আশিকুরের অবস্থার অবনতি হলে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশিকুর পেশায় রিকশাচালক ছিলেন। ওই ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ১০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে ১৫ জনকে অভিযুক্ত করে ১৫ জানুয়ারি দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারভুক্ত দু’জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদের কোর্ট হাজতে চালানও করা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় গণপিটুনিতে যুবকের মৃত্যু, বাবা-ছেলে গ্রেফতার

তারিখ : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগে করা মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে দেবিদ্বার থানায় এ মামলা দায়ের করেন। আসামিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর শান্তিনগর এলাকার এজহারভুক্ত আসামি মো. আবুল কালাম (৪৫) ও তার ছেলে মো. রিফাত হোসেন(২২)।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দেবিদ্বারের বাগুর শান্তিনগর এলাকায় চোর সন্দেহে গত ১২ জানুয়ারি ভোরে চান্দিনা উপজেলা সদরের মহারং এলাকার বাবুর্চি মিজানুর রহমানের ছেলে আশিকুর রহমানকে (১৯) গণপিটুনি দেয় এলাকাবাসী। ১৪ জানুয়ারি ভোরে আশিকুরের অবস্থার অবনতি হলে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশিকুর পেশায় রিকশাচালক ছিলেন। ওই ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ১০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে ১৫ জনকে অভিযুক্ত করে ১৫ জানুয়ারি দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারভুক্ত দু’জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদের কোর্ট হাজতে চালানও করা হয়েছে।