০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খাঁটি মুমিন হতে আল্লাহর বিধান ও রাসুলের আদর্শে চলার আহ্বান আড়াইবাড়ী পীর সাহেবের কুমিল্লায় ঠিকাদারের কাছে চাঁদা দাবি, যৌথবাহিনীর অভিযানে ৩ জন আটক কুমিল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ; দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তোহফা গোফরান বহিষ্কার কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণীপ্রেমীদের মিলনমেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লায় ৫ মিনিটের ঝটিকা মিছিল, ছাত্রলীগ, যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লায় গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • তারিখ : ১০:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • 10

নিউজ ডেস্ক।।
ধর্ষণের মামলায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি আবু কাউছার ওরফে অনিককে (৩৮) কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দুপুর ১২টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজারের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, আবু কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আবু কাউছার কুমিল্লার দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের ফজলুল হকের ছেলে। ২০১৪ সালের ৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত আবু কাউছার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট সকাল ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বৈশাখী আবাসিক হোটেলে এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে ওই রাতেই মামলা হয়। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় চারজনকে আসামি করে মামলাটি করেন। ওই মামলার ৩ নম্বর আসামি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার। মামলার পর আবু কাউছার গা ঢাকা দেন। শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেলের সামনে থেকে আবু কাউছার তাঁর ব্যবহৃত প্রাইভেট কারে উঠছিলেন। ওই সময়ে র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

আবু কাউছারের বিরুদ্ধে কুমিল্লার আদালতে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। কুমিল্লা নগরের বজ্রপুর এলাকার আবদুল্লাহ আল মানছুর বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলি আদালতে ওই মামলা করেন। এই মামলায় আবু কাউসার ৩ নম্বর আসামি। এ ছাড়া কুমিল্লার ২ নম্বর আমলি আদালতে দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের মো. জাকির হোসেন সরকার বাদী হয়ে আবু কাউছারের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির মামলা করেন। এ মামলায় আবু কাউছার ১ নম্বর আসামি।

error: Content is protected !!

কুমিল্লায় গৃহবধূ ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তারিখ : ১০:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

নিউজ ডেস্ক।।
ধর্ষণের মামলায় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি আবু কাউছার ওরফে অনিককে (৩৮) কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার দুপুর ১২টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজারের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, আবু কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আবু কাউছার কুমিল্লার দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের ফজলুল হকের ছেলে। ২০১৪ সালের ৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত আবু কাউছার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট সকাল ১০টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর বৈশাখী আবাসিক হোটেলে এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগে ওই রাতেই মামলা হয়। ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় চারজনকে আসামি করে মামলাটি করেন। ওই মামলার ৩ নম্বর আসামি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার। মামলার পর আবু কাউছার গা ঢাকা দেন। শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেলের সামনে থেকে আবু কাউছার তাঁর ব্যবহৃত প্রাইভেট কারে উঠছিলেন। ওই সময়ে র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

আবু কাউছারের বিরুদ্ধে কুমিল্লার আদালতে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। কুমিল্লা নগরের বজ্রপুর এলাকার আবদুল্লাহ আল মানছুর বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নম্বর আমলি আদালতে ওই মামলা করেন। এই মামলায় আবু কাউসার ৩ নম্বর আসামি। এ ছাড়া কুমিল্লার ২ নম্বর আমলি আদালতে দেবীদ্বার উপজেলার নুরপুর গ্রামের মো. জাকির হোসেন সরকার বাদী হয়ে আবু কাউছারের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির মামলা করেন। এ মামলায় আবু কাউছার ১ নম্বর আসামি।