কুমিল্লায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

দেবীদ্বার প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে ছুড়িকাঘাতে খুনের অভিযোগ উঠেছে।

উপজেলার ভিংলাবাড়ি গ্রামে বৃহস্পতিবার তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর আলম। তার বয়স ৩২ বছর।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার ছোট ভাই আলমগীর হোসেনের মনমালিন্য চলে আসছিল। এরই মধ্যে তাদের পারিবারিক সম্পত্তি ভাগাভাগিও করা হয়।

কিন্তু আজ সকালে বাড়ির সীমানায় দেয়াল উঠানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আলমগীর হোসেন উত্তেজিত হয়ে বগ ভাই জাহাঙ্গীর আলমের পেটে ছুরিকাঘাত করেন।

পরে প্রতিবেশীরা জাহাঙ্গীর আলমকে আহতাবস্থায় উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যা সংঘটিত হয়েছে। এর বাইরে কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে আলমগীর হোসেন পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page