কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ২৪ টি পাসপোর্টসহ দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার

নেকবর হোসেন।।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪ টি পাসপোর্ট ও ২টি নকল সীল লমোহর সহ পাসপোর্ট দালাল চক্রের ২ সদস্য (পিতা পুত্র) চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের চন্দন স্টুডিও থেকে গ্রেফতার করা হয়েছে। আজ (১৫ জুলাই) সকাল ১১টায় চান্দিনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে পাসপোর্টে ৯৫টি ডেলিভারি স্লিপ (ফটোকপি), ও ৮টি ব্যাংক পেমেন্ট স্লিপ সহ ৫টি জন্ম নিবন্ধন সনদও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- চান্দিনা উপজেলার মাধাইয়া কাশেমপুর (সরকার বাড়ি) গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকার এর ছেলে চন্দন সরকার (৬৫) ও চন্দন সরকার এর ছেলে রিপন সরকার (৩২)। রিপন ও চন্দন সরকার সম্পর্কে পিতা পুত্র।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তারা স্টুডিও ব্যবসার অন্তরালে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সহ যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধ চান্দিনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page