কুমিল্লায় তিন মাসে ৫ কোটি টাকার মাদক উদ্ধার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলা পুলিশ গত তিন মাসে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই টন গাঁজাসহ বিভিন্ন ধরনের ৫ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯০০ টাকার মাদক উদ্ধার করেছে। মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে এক হাজার ১২ জনকে গ্রেফতার করা হয়।

সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এসব তথ্য জানান।

গত তিনমাসে ২ হাজার ১০ কেজী গাঁজা ছাড়াও আটককৃত মাদকের মধ্য রয়েছে ৫৯ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ৭ হাজার ৫৯২ টি ফেন্সিডিল, ৩শ ৬৬ লিটার দেশী মদ, ১৬২ বোতল হুইস্কি, বিয়ার ৪৮ বোতল, বিদেশী মদ ৯৬ বোতল, ইস্কাপ সিরাপ ১ হাজার ৩ বোতল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহারিয়ার মোহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলাশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) নাজমুল হাসান রাফি, কোতয়ালী থানার ওসি আনোয়ারুল হক, গোয়েন্দা পুলিশের ওসি আনওয়ারুল আজিমসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page