কুমিল্লায় দুই লাখ টাকার ইয়াবাসহ ২ ‍যুবক আটক

লাকসাম প্রতিনিধি।।
কুমিল্লার লাকসাম উপজেলায় ৬৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিণ ঢেমশা এলাকার আবুল কাশেমের ছেলে ইমজান উদ্দিন হৃদয় (২৮) ও মৃত আবু তালেবের ছেলে মো. হারুন (২৫)।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘দুই জনের আচরণ সন্দেহজনক মনে হলে হাইওয়ে পুলিশ আটক করে। পরে তাদের কাছে ৬৮০ পিস ইয়াবা পাওয়া যায়, যার আর্থিক মূল্য দুই লাখ ৪ হাজার ৩০০ টাকা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page