কু‌মিল্লায় নকল মাতৃভান্ডারে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের অভিযান

নেকবর হোসেন।।
কু‌মিল্লার লালমাই বাজা‌রে নকল মাতৃভান্ডা‌রের মি‌ষ্টি,নকল ঔষধ,খা‌দ্যে ভেজাল দেয়ার অ‌ভি‌যো‌গে চার প্রতিষ্ঠান‌কে ১৫হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

রোববার (২৯ জানুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে সদর দ‌ক্ষিণ উপ‌জেলার লালমাই বাজা‌র এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়।

এ সময় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও প‌রি‌বেশ‌নের অ‌ভি‌যো‌গে মেসার্স সাগর সৈকত হো‌টেল‌কে ৪ হাজার টাকা, একই অ‌ভি‌যো‌গে না‌দিয়া হো‌টেল এ‌ন্ড রেস্টু‌রেন্ট‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ভোক্তা‌কে প্রতিশ্রুত ওজ‌নে মি‌ষ্টি সরবরাহ না করায় গো‌ল্ডেন মাতৃভাণ্ডার‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ঔষ‌ধের গা‌য়ের মূল‌্য কে‌টে কলম দি‌য়ে বে‌শি লেখায় মে‌ডি‌সিন স্কয়ার‌কে ২ হাজার জ‌রিমানাসহ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী এমন কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৪ প্রতিষ্ঠান‌কে ১৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বেলা ১১টা থে‌কে ২টা পর্যন্ত সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page