কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাওন আহমেদের বাড়ি মেঘনা উপজেলার বল্লবের কান্দি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা।

তিনি জানান, গুলিবিদ্ধ আহত তিনজনকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ অন্যদের অবস্থাও আশংকাজনক।

স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে একদল বহিরাগত হঠাৎ করেই আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রবেশ করে। এ সময় বাধা দিলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশের গুলিতে জশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল তিনজন গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা আরও জানান, মানিকারচর জামে মসজিদের ইমাম নাজমুল হাসান মসজিদের মাইকে ঘোষণা দেন যে ভোটকেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করে ভোট দিচ্ছে। এ ঘোষণার পরই ভোটকেন্দ্রে উত্তেজনা শুরু হয়। তারপরই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ইমামকে আটক করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page