নেকবর হোসেন।।
পরিবার পরিকল্পনা বিভাগ, কুমিল্লা জেলার নব যোগদান কৃত উপ-পরিচালক মোঃ আবুল কালামকে ফুল দিয়ে স্বাগত জানালেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর ২০২১ খ্রিঃ) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কুচাইতলি, কুমিল্লায় তাকে শুভেচ্ছা জানানো হয়।
বিডিপিএ কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ খাইরুল ইসলাম খাঁন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ -সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, পপ সাধারণ সম্পাদক ইফতেখার আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল হোসেন প্রমুখ।
নতুন উপ-পরিচালক মোঃ আবুল কালাম বলেন, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। সরকারের লক্ষ্য জনবান্ধব প্রশাসন গড়ে তোলা। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে, জনগণের সেবক হিসেবে আপনাদের কাজ করতে হবে। যার যার দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কার্যকর ভুমিকা নেয়ার আহবান জানান।