কুমিল্লায় পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টায় অটোরিকশা চালক গ্রেফতার

নিউজ ডেস্ক।।
কুমিল্লায় নারী পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী।

আজাদ পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তিনি নগরীর উনাইসার গ্রামের সেলিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, কুমিল্লা ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি কিশোরী (১৬)। গত বুধবার (৩০ জুন) কাজ শেষে বাড়ি ফেরার পথে ইপিজেডের ১ নম্বর গেট থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে ওই পোশাক শ্রমিক। পথে কালিকাপুর চৌমহুনী এলাকায় অটোরিকশাটি নষ্ট হয়ে গেছে বলে চালক সেটি থামিয়ে দেন। পরে কিশোরী ভাড়া দিতে গেলে আজাদ তাকে জাপটে ধরেন। এ সময় ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে গলা চেপে ধরেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরদিন বৃহস্পতিবার (১ জুলাই) সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযান চালিয়ে রাতে আজাদকে গ্রেফতার করে পুলিশ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page