কুমিল্লায় প্রাথমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মীদের প্রশিক্ষণ

নেকবর হোসেন।।
কুমিল্লায় ৫ থেকে ১১ বছর বয়সী প্রাথমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। সরকারি ও বেসরকারি জিও আর এনজিও এর স্বাস্থ্য সংশ্লিষ্ট ৩০০ কর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

আগামীকাল ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ দিন ব্যাপী চলা এ টিকাদান কার্যক্রমে ৫ থেকে ১১ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকা প্রদান করবেন তারা।

বুধবার কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের ১৪৬টি বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছর বয়সী প্রায় ৪৫ হাজার ৭২৩ স্কুল শিক্ষার্থীকে টিকাদানের পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। এর মধ্যে ছাত্র ২৪ হাজার ৫৯১ ও ছাত্রী ২১ হাজার ১৩২ জন।

প্রশিক্ষণ কর্মশালায় কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. চন্দনা রাণী দেবনাথ, ডা. ফারজানা আক্তার ও মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জহিরুল ইসলাম।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page