০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

কুমিল্লায় বিদেশী নাগরিক ও জাল ডলার সরঞ্জাম সহ আটক-৬

  • তারিখ : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • 116

এ আর আহমেদ হোসাইন।।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম এলাকায় ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে র্যাব ১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে এক জন বিদেশী নাগরিক ও চার জন বাংলাদেশী প্রতারক চক্রের সক্রীয় সদস্য ও জাল ডলার তৈরীর সরঞ্জাম উদ্ধারসহ আটক করা হয়।

র্যাব সৃত্রে জানা যায় ওই গ্রেফতারকৃত বিদেশী নাগরিক হলেন গিনি দেশের Joseph Chukwu(41) যার passport No – AA0211B এবং বর্তমান ঠিকানা- জি/ব্লক, হাউস নং- ৩৬, বসুন্ধরা- ঢাকা।একই অপরাধে আটককৃত চার বাংলাদেশীরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রামের মৃত নুরুল ইসলাম’র ছেলে ওদুদ সরকার(৪০),আব্দুর রহিমের ছেলে মোঃ বেলায়েত হোসেন(২৮) আব্দুল লতিফ মিয়ার ছেলে বাউল আলামিন(২৮) ও মোঃ আলী আশরাফ মিয়া (৩৫)।

অপর দিকে পৃথক অভিযানে একই উপজেলার বীরচন্দ্রনগর গ্রামের মরন মিয়ার ছেলে মোঃ ওয়াসিম আকরাম(২৮) কে ২৭৮ বোতল ফেনসিডিল এবং তিন কেজী গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।

জেলার র‌্যাব ১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- আটককৃতরা প্রাথমিক জিগাসাবাদে স্বীকারোক্তি করেন যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল ডলার তৈরী করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জাল ডলার ক্রয় ও বিক্রয় করে আসছিল।

আটককৃত ওই আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক ও প্রতারনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে র্যাব জানান।

error: Content is protected !!

কুমিল্লায় বিদেশী নাগরিক ও জাল ডলার সরঞ্জাম সহ আটক-৬

তারিখ : ০৪:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

এ আর আহমেদ হোসাইন।।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম এলাকায় ২৩ এপ্রিল শুক্রবার দুপুরে র্যাব ১১ সিপিসি-২ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে এক জন বিদেশী নাগরিক ও চার জন বাংলাদেশী প্রতারক চক্রের সক্রীয় সদস্য ও জাল ডলার তৈরীর সরঞ্জাম উদ্ধারসহ আটক করা হয়।

র্যাব সৃত্রে জানা যায় ওই গ্রেফতারকৃত বিদেশী নাগরিক হলেন গিনি দেশের Joseph Chukwu(41) যার passport No – AA0211B এবং বর্তমান ঠিকানা- জি/ব্লক, হাউস নং- ৩৬, বসুন্ধরা- ঢাকা।একই অপরাধে আটককৃত চার বাংলাদেশীরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রামের মৃত নুরুল ইসলাম’র ছেলে ওদুদ সরকার(৪০),আব্দুর রহিমের ছেলে মোঃ বেলায়েত হোসেন(২৮) আব্দুল লতিফ মিয়ার ছেলে বাউল আলামিন(২৮) ও মোঃ আলী আশরাফ মিয়া (৩৫)।

অপর দিকে পৃথক অভিযানে একই উপজেলার বীরচন্দ্রনগর গ্রামের মরন মিয়ার ছেলে মোঃ ওয়াসিম আকরাম(২৮) কে ২৭৮ বোতল ফেনসিডিল এবং তিন কেজী গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।

জেলার র‌্যাব ১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- আটককৃতরা প্রাথমিক জিগাসাবাদে স্বীকারোক্তি করেন যে, তারা দীর্ঘদিন যাবৎ জাল ডলার তৈরী করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জাল ডলার ক্রয় ও বিক্রয় করে আসছিল।

আটককৃত ওই আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক ও প্রতারনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে র্যাব জানান।