কুমিল্লায় বিদেশী পিস্তল ২ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

নেকবর হোসেন।।
কুমিল্লায় বিদেশী পিস্তল দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার যুবকের নাম মোঃ মাসুদুর রহমান (৪০)।

সোমবার বিকেলে শহরতলীর ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা র‌্যাব ১১ এর কোম্পানী কমান্ডার মেজর সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মেজর সাকিব জানান, সোমবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মাসুদুরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আসামী জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, দুপুরে গ্রেফতার মাসুদুরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page