০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

  • তারিখ : ১২:২৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • 36

নিউজ ডেস্ক।।
কুমিল্লার মনোহরগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নুরুল ইসলাম হৃদয় (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটের দোতলার ছাদে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নুরুল ইসলাম আশিরপাড় গ্রামের সফিকুর রহমানের ছোট ছেলে। সে লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি উপজেলার আশিরপাড় গ্রামে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অন্য দিনের মতো আজ সকালে নুরুল ইসলাম আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটে শিমুল চন্দ্রের কাছে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় সে ওই ভবনের ছাদে যায়। অসতর্কতাবশত ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের লাইনে সে বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) সাদেক জামান বলেন, ‘লোক মারফত তথ্য নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

তারিখ : ১২:২৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

নিউজ ডেস্ক।।
কুমিল্লার মনোহরগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নুরুল ইসলাম হৃদয় (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটের দোতলার ছাদে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নুরুল ইসলাম আশিরপাড় গ্রামের সফিকুর রহমানের ছোট ছেলে। সে লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি উপজেলার আশিরপাড় গ্রামে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অন্য দিনের মতো আজ সকালে নুরুল ইসলাম আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটে শিমুল চন্দ্রের কাছে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় সে ওই ভবনের ছাদে যায়। অসতর্কতাবশত ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের লাইনে সে বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) সাদেক জামান বলেন, ‘লোক মারফত তথ্য নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।