কুমিল্লায় বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক।।
কুমিল্লার মনোহরগঞ্জে প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নুরুল ইসলাম হৃদয় (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটের দোতলার ছাদে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নুরুল ইসলাম আশিরপাড় গ্রামের সফিকুর রহমানের ছোট ছেলে। সে লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। তার বাড়ি উপজেলার আশিরপাড় গ্রামে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অন্য দিনের মতো আজ সকালে নুরুল ইসলাম আশিরপাড় বাজারের মিয়াজি মার্কেটে শিমুল চন্দ্রের কাছে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় সে ওই ভবনের ছাদে যায়। অসতর্কতাবশত ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের লাইনে সে বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জেনারেল ম্যানেজার (জিএম) সাদেক জামান বলেন, ‘লোক মারফত তথ্য নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page