কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

মোঃ জহিরুল হক বাবু।।
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাইনম্যান শাহিন সরকার (৪০) নিহত হয়েছেন। তার বাড়ী দেবিদ্বার উপজেলায়। শুক্রবার বেলা ১১ টায় কুমিল্লা সিটি কর্পোরেশন এর পেছনের গলিতে এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন।

কুমিল্লা শাসনগাছা বিদ্যুৎ অফিসের লাইনম্যান হারুনুর রশীদ বলেন, বেলা ১১ টায় সিটি কর্পোরেশনের পেছনের গলিতে বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন শাহিন সরকার। পাশাপাশি ১১ হাজার ভোল্টের দুটি লাইন ছিলো। যে লাইনটির মেরামত কাজ চলছিলো শাহিন ভূলবশত বিদ্যুৎ সঞ্চালিত লাইনে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, আমার কার্যালয়ের সামনেই এ ঘটনাটি ঘটে। আমি কার্যালয়ে বসে ছিলাম, শব্দ শুনে বেড় হয়ে ঘটনাটি দেখতে পাই। নিহত ব্যাক্তিটি কোন প্রকার সুরক্ষা ছাড়াই লাইনে কাজ করার জন্য উঠেছিলো। পর্যাপ্ত সুরক্ষা নিয়ে কাজ করলে এ দূর্ঘটনা ঘটতো না।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, মরদেহ এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তবে আমরা খতিয়ে দেখছি কেন এই দূর্ঘটনা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page