মোঃ জহিরুল হক বাবু।।
১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ৪দিন ব্যাপি কুমিল্লায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার সকালে কুমিল্লার ফৌজাদারি এলাকায় এথনিকা স্কুলে বেলুন উড়িয়ে এবং কেক কেটে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহা উদ্দিন বাহার। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসাসন, সিভিল সার্জন মীর মোবারক হোসাইন উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা শিশুদের ভিাটামিন এ ক্যাপসুল মুখে তুলে দেন।
এই ক্যাম্পেইনে কুমিল্লা জেলার ১০ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস এর আওতায় আনা হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ভিটামিনের আওতায় আনতে কুমিল্লা জেলায় মোট ৪ হাজার ৭ শত ৬৩ টি কেন্দ্রে প্রায় ১০ হাজার কর্মী কাজ করছে।
এই চার দিনের মধ্যে অভিভাবকরা স্ব স্ব এলাকায় নির্ধারিত কেন্দ্রে গিয়ে তার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল দেয়া হবে। কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫৬ টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে।
আরো দেখুন:You cannot copy content of this page