কুমিল্লায় মাটি উত্তোলনে বাধা; যুবলীগ নেতার নেতৃত্বে ভূমি কর্মকর্তার ওপর হামলা

নেকবর হোসেন।।
কুমিল্লার লাকসাম উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে মাটি কাটা বন্ধ করতে গিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাদের হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের নায়েবসহ তিন কর্মকর্তা।

রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার গাজীমুড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন, দৌলতগঞ্জ পৌর এলাকার ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান, অফিস সহায়ক জসিম উদ্দিন ও মুন্সী আতাউর রহমান।

স্থানীয় সূত্র জানায়, লাকসামে অবৈধভাবে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে গাজীমুড়া এলাকার একটি চক্র বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটায় বাধা দিতে গেলে লাকসাম পৌরসভার ৭ ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরে আলম সোহাগের নেতৃত্বে ২০-২২ জন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে ভূমি অফিসের নায়েবসহ তিনজন আহত হন। তাদের মধ্যে অফিস সহায়ক জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক।

তবে অভিযুক্ত যুবলীগ সভাপতি নুরে আলম সোহাগ জাগো নিউজকে বলেন, অভিযানে এসে ভূমি অফিসের কর্মকর্তারা টাকা দাবি করেন। টাকা না পেয়ে তারা ড্রেজিং মেশিনে আঘাত করেন। এসময় হাতাহাতির ঘটনা ঘটে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page