কুমিল্লায় মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নেকবর হোসেন।।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় কুমিল্লা নগরীর ফৌজদারি চৌমুহনী ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মাইনুদ্দিন বেকারি, সুগন্ধা রেস্টুরেন্ট, বাংলা কিচেন রেস্টুরেন্টকে অস্বাস্থ্য পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার ( ৩০শে মার্চ) দুপুরে ১টায় অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় । এসময় প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত উপকরন ব্যবহার করার জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে মুসলিমা ।

তিনি বলেন, বেকারির নোংরা পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত উপায় বিহীনভাবে খাদ্যসামগ্রী তৈরি ও প্যাকেটজাত করছিল। যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। এসব কারণে জেল-জরিমানার পাশাপাশি বেকারিকে ভবিষ্যতে যথাযথ নিয়ম মেনে খাদ্য তৈরির ব্যাপারে সতর্ক করা হয়। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page