কুমিল্লায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কিশোরী ফুটবল খেলা ও বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লার লাকসাম উপজেলার বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক জাগরন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বিদ্যালয় মাঠে কিশোরী মেয়েদের অংশগ্রহণে ব্যাতিক্রমি এক খেলা অনুষ্ঠিত হয়। লাকসাম এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খেলায় উপহার হিসেবে গাছে চারা বিতরণ করা হয়।

এছাড়াও ফলজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।

বরইগাঁও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি এ.কে.এম জাফর উল্যাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মানসীপাল, বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রজ্ঞাশ্রী মহাথেরো, ওয়াল্ড ভিশন লাকসাম এপির ম্যানেজার রবার্ট কমল সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাই, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সাধন মিত্র সিংহসহ আরো অনেকে।

আলোচনা শেষে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page