কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হচ্ছে বিনামূল্যে অনলাইন ভ্যাকসিন নিবন্ধন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ভ্যাকসিন গ্রহণে এখনো পিছিয়ে আছে গ্রামের মানুষ। আবার শহরের প্রযুক্তির বাইরে থাকা লোকজনের আগ্রহ থাকা সত্তে¡ও নিবন্ধন নিয়ে পড়েছেন বিপাকে।

কুমিল্লার সাধারন মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন নিবন্ধন কেন্দ্র খোলা হচ্ছে আদর্শ সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের পরামর্শে সময়োপযোগী এ মহতী উদ্যেগ গ্রহণ করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ।

এ কার্যক্রম সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক প্রস্তুতি সভা বুধবার আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দেশকে করোনা মুক্ত করতে হলে গণ মানুষকে ভ্যাকসিন এর আওতায় আনা জরুরি। চাকুরীর অংশ নয়, সামাজিক দায়িত্ববোধ ও দেশাত্ববোধের অংশ হিসেবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবককে (৪০ ঊর্ধ্ব ব্যক্তিদের) বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন করে দিবেন শিক্ষকরা। অভিভাবক ছাড়াও টিকা গ্রহণে আগ্রহী ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দেওয়া হবে।

এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে এলাকার মসজিদে মসজিদে মসজিদে চালানো হবে প্রচারণা। ইউনিয়ন পরিষদের উদ্যেগে এলাকায় করা হবে মাইকিং। প্রতিষ্ঠানের গেইটে ঝুলানো হবে ব্যানার- ফেস্টুন। আগামী শনিবার (২০ ফেব্রয়ারী) থেকে শুরু হবে আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম।

বুধবার কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়নে বিনামূল্যে অনলাইন নিবন্ধন কার্যক্রম সফল করার লক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাছান,বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ জহিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল জানান, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। আমরা লক্ষ্য করছি কুমিল্লায় এ পর্যন্ত যারাই টিকা গ্রহণ করেছেন তারা বেশিরভাগই সচ্ছল ও প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু প্রযুক্তির বাইরে থাকা মানুষদের এখনো স্বতঃস্ফূর্তভাবে টিকার আওতায় আনা সম্ভব হয়নি। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লাবাসীর প্রিয় নেতা প্রিয় অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের পরামর্শে আমরা এই সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের নেতা বিশ্বাস করেন, কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি এ উদ্যেগ সারা দেশের জন্য অনুকরণীয় হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page