কুমিল্লায় শিশুখাদ্যসহ নিত্যপন্যের তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা

জহিরুল হক বাবু।।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।

তিনি জানান, সোমবার কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ শিশুখাদ্যসহ নিত্যপণ্যের বাজার ও হোটেলে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ করায় মিজান স্টোর কে ৫ হাজার টাকা, মাহামুদ স্টোরের মোঃ সোহেলকে মেয়াদ উত্তির্ন এবং মেয়াদ বিহিন শিশুখাদ্য সরবরাহ ও বিক্রয় করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোল্লা হোটেলের মোঃ শাহাদাত হোসেনকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশনের দায়ে ৪ জাহার টাকা জরিমানা সহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সহযোগী হিসেবে ছিলেন আবুল কালাম আজাদ নিরাপদ খাদ্য পরিষদসহ প্রশাসনিক কর্মকর্তা।

সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন ভোক্তা অধিকার সংরক্ষণের এই অভিযানে অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page