কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৫ জনকে পাঠানো হয়েছে ঢাকায়

নেকবর হোসেন।।
কুমিল্লার নাঙ্গলকোটের বিরুলিয়া গ্রামের মুন্সি বাড়িতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত পাঁচ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন বিরুলিয়া গ্রামের বেলুন বিক্রেতা আনোয়ার (৩৫), একই গ্রামের শাহ আলমের ছেলে আবদুর রব (২৭), সালাউদ্দীনের ছেলে সাব্বির হোসেন, ওমর ফারুলের ছেলে সাইফুল, পাশের পশ্চিম বামপাড়া গ্রামের শাহ আলমের ছেলে ইমন হোসেন (১৫)।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে বাংলা ট্রিবিউনকে আহতদের ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. আসিফ ইমরান।

তিনি আরও জানান, এ ঘটনায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ২২ জন। যাদের সাত জন ইতোমধ্যে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জনের পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেন বেলুন ফোলানোর সময় বাড়ির মানুষজন ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে এতে অর্ধশতাধিক আহত হন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page