কুমিল্লায় ২৬তম বিসিএস ফোরামের ইফতারে শিক্ষাবিদদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ২৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) এর চাকুরীতে ১৭ বছরে পদার্পণ উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠান নগরীর একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার খ্যাতনামা কলেজসমূহের অধ্যক্ষগণ ও শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ গুণী শিক্ষাবিদদের উপস্থিতিতে বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদ্য নির্বাচিত সহ-সভাপতি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. আবু জাফর খান ও নির্বাহী সদস্য ভিক্টোরিয়া কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নূর খানকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

২৬তম বিসিএস ফোরাম (সাধারণ শিক্ষা) কুমিল্লা জেলার সভাপতি ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম জিলানী’র সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল নাছের, মাউশি কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহাদুর হোসেন, কুমিল্লা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেস মো: জহিরুল ইসলাম পাটোয়ারী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান, ২৬তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিবতোষ নাথ, চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শীব প্রসাদ গুপ্ত, কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবত্তী, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান, উপ-সচিব (একাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-সচিব (প্রশাসন) একেএম সাহাব উদ্দীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুর রহমান, হিসাবরক্ষণ অফিসার গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম এসালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক, প্রোগ্রামার মো: আবদুর রউফ, ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফারুক সরকার , সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকার, মাউশি কুমিল্লা অঞ্চলের সহকারি পরিচালক মো: হেলাল উদ্দিন, ২৬তম বিসিএসের বিভিন্ন কলেজের কর্মকর্তাবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page