কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরস্বতী মালাকার (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকাল ৩টায় উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রঞ্জিত মালাকার (৪০) ওই গ্রামের সুশীল মালাকারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাকচী জানান, বিকাল ৩টার দিকে রঞ্জন ও সরস্বতী ঝগড়া করছিলেন। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন রঞ্জন। ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সরস্বতী মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর রঞ্জিত পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
তিনি আরও জানান, ১৪ বছর আগে রঞ্জন ও সরস্বতীর বিয়ে হয়। তাদের ১২ বছরের একটি ছেলে আছে। সরস্বতীকে মারধর করায় ছেলের জন্মের তিন বছর পর বাবার বাড়ি চলে যান। ৩ মাস আগে পারিবারিকভাবে তাদের ঝামেলার সমাধান করে আবার সরস্বতীকে রঞ্জিতের বাড়িতে আনা হয়। রঞ্জিত নোয়াখালীতে আরেকটি বিয়ে করেছেন বলে জানা গেছে। বর্তমানে ওই স্ত্রীও নোয়াখালীতে আছেন।
আরো দেখুন:You cannot copy content of this page