কুমিল্লা আদর্শ সদরে ৫শ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের অর্থায়নে ৫ শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। বিনামূল্যে এ বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদ , আদর্শ সদর, কুমিল্লা এর উন্নয়ন খাত হতে বন্যায় ক্ষতিগ্রস্থ অনাবাদি জমি আবাদের আওতায় আনা ও তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়েছে ।

কুমিল্লা সদর উপজেলাধীন ৬ ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অত্র উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব আউলিয়া খাতুন।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: ফারজানা রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হিজবুল বাহার ভূঁঞা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা রহমান জলি, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষকবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page