স্টাফ রিপোর্টার।।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দুইজনকে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস। এর আগে সোমবার দিবাগত গভীর রাত ২টার দিকে রুবেলকে তার নিজ বাড়ি দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
দেবিদ্বার থানার ওসি বলেন, গ্রেফতারের পর নিরাপত্তাজনিত কারণে আসামি রুবেলকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, হত্যা মামলার আসামি হওয়ার পরেও রুবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতেন।
গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার নিউমার্কেট সদরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল ও দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী সাব্বির হোসেন হত্যায় স্বজনদের করা পৃথক তিনটি মামলায় আসামি সে। এছাড়াও আরো পৃথক কয়েকটি হত্যাচেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে।
হাসিনা পতনের পর দীর্ঘদিন পলাতক ছিল রুবেল। গোপনে বাড়িতে আসেন গতকাল সোমবার দিবাগত রাতে। এ খবর পায় পুলিশ। পরে দেবিদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই রাতেই তাকে গ্রেফতার করে।
আরো দেখুন:You cannot copy content of this page