কুমিল্লা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম

দেলোয়ার হোসেন জাকির।।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো: আমিনুল ইসলাম, এনডিসি।

শনিবার ( ২৭ জানুয়ারি ) ১১ টায় সচিব মো: আমিনুল ইসলাম কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থায় আসলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্লাব প্রতিনিধি, সিনিয়র খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরে সচিব মো: আমিনুল ইসলাম ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের নিয়ে সংস্থার হল রুমে মত বিনিময় করেন। সভায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন ক্রীড়া সংস্থার অবকাঠামো ও কুমিল্লার খেলাধুলার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি কুমিল্লা স্টেডিয়ামের গ্যালারী, সুইমিংপুল, জিমনেসিয়াম, সড়ক ও প্রস্তাবিত শেখ কামাল ক্রীড়া পল্লীর বর্তমান অবস্থা তুলে ধরে এর সংস্কারের দিকগুলো তুলে ধরেন।

কুমিল্লা খেলাধুলার মানোন্নয়নে আলোচনা করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। সকল বিষয় শুনে অবকাঠামোগত উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন সচিব মো: আমিনুল ইসলাম। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে কুমিল্লা জেলা অনেক সমৃদ্ধ। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যে সমস্যাগুলো আছে তা বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া হবে। পরে তিনি স্টেডিয়ামের গ্যালারী, ভিআইপি প্যাভিলিয়ন ও মাঠ ঘুরে দেখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বাদল খন্দকার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য এম এ মতিন খান, এড আতিকুর রহমান আব্বাসী, মুজিবুর রহমান, মাহবুব আলম চপল, কোষাদক্ষ আল অমিন ভূইয়া, সদস্য সুলতান শাহরিয়ার, জেলা ক্রীড়া অফিসার মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য শামিমা শাহরিয়ার, শানজিদা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুকিম উদ্দিন, ফুটবল কোচ সুজিত হালদার, আব্দুল মতিন, হকি কোচ নাসিম আহম্মেদ, আলাউদ্দিন মিন্টু, ফুটবল কোচ মাহমুদুল আলম তুহিন, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, ক্রিকেট কোচ সারোয়ার জাহান, মোঃ নুরুল্লাহ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

You cannot copy content of this page