নেকবর হোসেন।।
করোনার কারণে ৫৪৩ দিন বন্ধ থাকার পরে গতকাল রবিবার স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্যবিধি মেনে উপস্থিতি নিশ্চিত করতে সোমবার সকালে কুমিল্লা জিলা স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান।
পরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
পরিদর্শন বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমা আশরাফী, জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ, জিলা স্কুলের প্রধান শিক্ষিক রাশেদা আক্তার, ফয়জুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রোকসানা ফেরদৌস৷ এ সময় ছিলেন কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম. নার্গিস আক্তার, জিলা স্কুলের শিক্ষক নাসিমা আক্তারসহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ৷
জেলা প্রশাসক কামরুল হাসান শিক্ষার্থীদের শতভাগ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার নির্দেশ দেন।শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক কথা বলেন এবং শিক্ষার্থীদের মাঝে সেনিটাইজার ও খাতা উপহার প্রদান করেন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষক ও শিক্ষার্থীদেরকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page