কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীতা ফিরে পেলেন মোঃ মোহন মিয়া

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়া ৭ জন সদস্যের আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

এর মধ্যে ১০ নম্বর ওয়ার্ড (বুড়িচং) এলাকায় আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মোঃ মোহন মিয়া।

জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার(রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

গত ১৮ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিনে এক চেয়ারম্যান প্রার্থী ও ৭ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। পরে ৭ জন সদস্য প্রার্থী পুনরায় আবেদন করেন। আপিল নিষ্পত্তি শেষে মোহন মিয়াসহ ৫ জন সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

১০ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় প্রার্থী মোহন মিয়া দীর্ঘদিন ধরে বুড়িচং উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এছাড়া তিনি সুনামের সাথে ব্যবসা করে আসছেন।

১০ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তা শীর্ষে থাকা মোহন মিয়া বলেন, তিনি নির্বাচিত হলে জেলা পরিষদের বরাদ্দকৃত অনুদান সকল ইউনিয়নের সমহারে বন্টন করা হবে। নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যপারে তিনি শতভাগ আশাবাদী।

সহকারী রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, আগামী ২৬ তারিখ সকাল ১০ টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page