স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় “সমাজসেবা ও শিক্ষা সহায়ক” এ শ্লোগান কে সামনে রেখে সামাজিক সংগঠন ‘দুর্বার বাংলাদেশ’ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকালে কুমিল্লা জেলা নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অমিত হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাদমান সারার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বার্তা ২৪ এর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খাঁন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান রাকিবুল আলম রিফাত এবং পরিচালক আকিব হাসান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আলম, মেহজাবিন,শতাব্দী, নাহিয়ান, আইয়ুব, নাঈম, রিজোয়ানা, লোবনা, অজয়, মাহির,হাসান,আলভি,বিপুল, হিমেল, মিলি,প্রিমা,শিফা,ফারহানা, রাত্রিদে, দিবা জাহান,মাহমুদ,সজীব,রিফাত সাইফুল,নওশিন,ওমর,আবির, পারভেজসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে “দুর্বার বাংলাদেশ” আগামী এক বছরের জন্য সৈয়দা ফারহানা সুলতানাকে সভাপতি ও মঈন নাসের খাঁনকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি আলম মহিউদ্দিন আজম, যুগ্ম সাধারণ সম্পাদক শতাব্দী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রিজওয়ানা ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বিপুল ইসলাম, কোষাদক্ষ আইয়ুব মিয়াজী, সহ-কোষাদক্ষ আবির আহম্মদ, দপ্তর সম্পাদক মেহজাবিন মান্নান মজুমদার, সহ দপ্তর সম্পাদক আনিছুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আহম্মেদ নাহিদ, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রায়হান, শিক্ষা সম্পাদক খন্দকার হিমেল, সহ-শিক্ষা সম্পাদক ফয়সাল আদি, নারী বিষয়ক সম্পাদক অহনা সাহা, সহ নারী বিষয়ক সম্পাদক মিলি দেবনাথ, যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সিদ্দিক, সহ যুব বিষয়ক সম্পাদক মজিবুল হক সজীব কে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি সৈয়দা ফারহানা সুলতানা বলেন, মানবতাকে ধারণ করে সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করবো আমরা।
সাধারণ সম্পাদক মঈন নাসের খাঁন বলেন, মূলত একঝাঁক উদ্যমী তরুণের সমন্বয়ে গঠিত এই সংগঠন। সব ধরনের সামাজিক সেবামূলক কাজে অগ্রনী ভূমিকা পালন সহ সমাজের অসংগতি দূরীকরণেও ভূমিকা রাখবে আমরা দুর্বার বাংলাদেশের সংগঠনের সদস্যরা।
সাংগঠনিক সম্পাদক রিজওয়ানা ইসলাম বলেন, সংগঠনের কাজ গতিশীল করতে স্বেচ্ছাসেবী সংগঠন “দুর্বার বাংলাদেশ” এর সকল সেবামূলক কাজে অংশগ্রহণ করবে।
আরো দেখুন:You cannot copy content of this page