নেকবর হোসেন।।
কুমিল্লায় গ্যাস লাইনের সংস্কার কাজের সময় লিকেজ হয়ে আগুনে দুটি দোকানঘর পুড়ে গেছে।
নগরীর টমছমব্রিজ এলাকার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন অগ্রণী ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় প্রায় ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,আগুন লাগার ১৫ মিনিট পর খবর পাই। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে আধা ঘণ্টার মতো কাজ করতে হয়েছে। গ্যাস লাইনের কাজ করার সময় সতর্কতা অবলম্বন করলে আর এমন দুর্ঘটনা ঘটে না।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, আগুনে দুটি দোকান পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
আরো দেখুন:You cannot copy content of this page