০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতে গৃহপরিচারিকাকে ধর্ষণ মামলায় সাবেক এমপি’র যাবজ্জীবন কারাদণ্ড নারীদের ধ্বংস করা হচ্ছে, রাজনীতি করব না: ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেত্রী শাহরাস্তিতে বিএনপি আয়োজিত সদস্য ফরম নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত কুবিতে একাডেমিক ও প্রায়োগিক নৃবিজ্ঞান বিষয়ক সেমিনার শাহরাস্তিতে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: হাসপাতাল ভাঙচুর ও তালাবদ্ধ কুমিল্লায় র‍্যাবের টহলে গ্রেফতার এক হাজারের বেশি; মহাসড়কে নিরাপত্তা জোরদার শাহরাস্তির মেহের দক্ষিণে বিএনপির সদস্য ফরম নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন উত্তর ও দক্ষিণ বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় “মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সংবর্ধনা মুরাদনগর জান্নাত মেডিকেলের কার্যক্রম বন্ধের তিনদিন পর চালু

কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলে আন্তঃহাউস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

  • তারিখ : ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 38

আলমগীর কবির।।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুমিল্লায় আন্তঃহাউস ফুটবল প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত চলা এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায়।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে পল্লীকবি জসীমউদ্দীন হাউস ১-০ গোলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হাউসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টরের বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, পিবিজিএম। তিনি খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি এবং সেরা পারফর্মারদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী জাহান, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এ প্রতিযোগিতায় অংশ নেয় চারটি হাউস—পল্লীকবি জসীমউদ্দীন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউস। প্রতিটি হাউস থেকে ১০ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে।

খেলায় বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সেরা খেলোয়াড়: মো. রাহাত (দশম শ্রেণি, জসীমউদ্দীন হাউস),সেরা গোলদাতা: মো. কাজী রাকিব (নবম শ্রেণি, শহীদুল্লাহ হাউস),সেরা গোলরক্ষক: মো. তামিম (ষষ্ঠ শ্রেণি, জসীমউদ্দীন হাউস)

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এমন আয়োজনে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।

পুরস্কার বিতরণ শেষে মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয় অংশগ্রহণকারী খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে। পরে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলে আন্তঃহাউস ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

তারিখ : ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

আলমগীর কবির।।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে বর্ডার গার্ড পাবলিক স্কুল, কুমিল্লায় আন্তঃহাউস ফুটবল প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত চলা এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায়।

প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে পল্লীকবি জসীমউদ্দীন হাউস ১-০ গোলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হাউসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টরের বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির, পিবিজিএম। তিনি খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি এবং সেরা পারফর্মারদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী জাহান, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এ প্রতিযোগিতায় অংশ নেয় চারটি হাউস—পল্লীকবি জসীমউদ্দীন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাউস। প্রতিটি হাউস থেকে ১০ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে।

খেলায় বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সেরা খেলোয়াড়: মো. রাহাত (দশম শ্রেণি, জসীমউদ্দীন হাউস),সেরা গোলদাতা: মো. কাজী রাকিব (নবম শ্রেণি, শহীদুল্লাহ হাউস),সেরা গোলরক্ষক: মো. তামিম (ষষ্ঠ শ্রেণি, জসীমউদ্দীন হাউস)

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এমন আয়োজনে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।

পুরস্কার বিতরণ শেষে মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয় অংশগ্রহণকারী খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে। পরে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।