কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির রদবদল

কুবি প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে শীতকালীন বন্ধের রদবদল ঘটিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় । পূর্বে ক্যালেন্ডারে উল্লেখিত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর ছুটির পরিবর্তে ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রবিবার( ১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৭৯ তম জরুরী একাডেমিক কাউন্সিলে এই সিন্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘জাতীয় নির্বাচনের সাথে আমরা শীতকালীন ছুটিকে সমন্বয় করেছি। যাতে প্রত্যেক নাগরিক জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এছাড়া বড় দিনের যে একদিনের বন্ধ সেটা থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সজিব শেখ নামের এক শিক্ষার্থী বলেন, ২০ তারিখ বাড়ি চলে যাবার পরিকল্পনা ছিল কিন্তু ছুটি পরিবর্তন হলো এজন্য কিছুটা মন খারাপ। পরিবারের সবাইকে বলে রেখেছিলাম ২০ তারিখ বাড়ি আসবো। এখন ডিসেম্বর মাসে বাড়ি যাবার সুযোগ নেই। হয়তো এই মাসে ২/৩ টা মিডটার্ম পরে যাবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page