কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) বিকাল ৫ টা ১৫ মিনিটে কেন্দ্রীয় ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেজ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্কিয়তা, শৃঙ্খলাহীনতা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
আরো দেখুন:You cannot copy content of this page