মোঃ জহিরুল হক বাবু।।
এসএসসিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ৯৬.২৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।
তিনি জানান, এবার কুমিল্লা বোর্ডে দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৯৫ হাজার ৮৮৯ জন, মেয়ে পরীক্ষার্থী এক লাখ ২৩ হাজার ৮১৫ জন। ছেলের তুলনায় মেয়ে বেশি ২৭ হাজার ৯২৬ জন।
বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ হাজার, পাস করে ৫৩ হাজার ৪০২ জন। পাসের হার ৯৮.৮৯ শতাংশ। জিপিএ-৫ পায় ১৩ হাজার ৩৪ জন।
মানবিকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৬ হাজার ৫৩৫, পাস করে ৮৩ হাজার ২১৪ জন। পাসের হার ৯৬.১৬ শতাংশ। জিপিএ-৫ পায় ৫০৯জন। বাণিজ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৯ হাজার ১৬৯ জন, পাস করে ৭৪ হাজার ৮৮৭ হন। পাসের হার ৯৪.৫৯ শতাংশ। জিপিএ-৫ পায় এক হাজার ১০৩জন।
আরো দেখুন:You cannot copy content of this page