কুমিল্লা সদর দক্ষিণে আরও এক যুবকের লাশ উদ্ধার; এ নিয়ে সোমবার ৩ লাশ উদ্ধার হল

জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর দক্ষিণে টিপু সুলতান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে ।

সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ৮ টায় উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে লাশটি উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সে একই উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজের একদিন পর মোহনপুর গ্রামের কামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া রূপা আক্তার ঘরে টিপু সুলতানের লাশ পড়ে থাকার খবর পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। টিপু সুলতানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে নিহতের পরিবার। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এর আগে সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মো. রিফাত হোসেন (৯) নামে এক শিশুর গলা কাটা এবং চৌদ্দগ্রামে বসতঘরের পেছনে নলকূপের পাশের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহিদা বেগম (৬৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকারীরা লাশ গুম করতে চেয়েছিল।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page