কুমিল্লা স্টেডিয়ামে জাতীয় যুব হকি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তিন দিনব্যাপী আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার সমাপনি দিনে বিজয়ী গ্রুপ চ্যাম্পিয়নদের মাঝে ট্রফি প্রদান করা হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) বিকেলে গ্রুপ চ্যাম্পিয়ন কুমিল্লা জেলা দল ও সিলেট জেলা দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ড, সফিকুল ইসলাম, কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের কুমিল্লা প্রতিনিধি সুলতান শাহরিয়ার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধরন সম্পাদক বাদল খন্দকার, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কোষাদক্ষ আল আমিন ভূইয়া সদস্য দেলোয়ার হোসেন জাকির।

দিনের প্রথম ম্যাচে সিলেট জেলা দল ২-০ গোলে হবিগঞ্জ জেলা দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হন অন্য দিকে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল­া জেলা দল ৭-০ গোলে সুনামগঞ্জ জেলাকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page