আবারো জরিমানা গুনলেন কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের

মোঃ জহিরুল হক বাবু।।
আচরণ বিধি লঙ্ঘন করে আবারো জরিমানা গুনলেন কুমিল্লা-৫ এর কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ জাহের।

এর আগে ভোটারদের বিরিয়ানি খাওয়ানোর দায়ে একাধিক বার জরিমানা ও শোকজ করা হয় তাকে।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আবু জাহের এর পক্ষে ৩০-৪০ জন সমর্থক মোটরসাইকেল নিয়ে শোডাউন বের করা হয়।

শোডাউন করার অপরাধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(ক) বিধি ভঙ্গে ১৮(১) বিধি মোতাবেক প্রার্থীর পক্ষে মো: অভি নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মো: ছামিউল ইসলাম।

এ কাজে বুড়িচং থানার পুলিশ সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম বলেন, ভবিষ্যতে আচরণ বিধি লংঘন না করার জন্য সতর্ক করা হয়েছে।

নির্বাচনী প্রচারণায় আচরণ বিধিমালা লঙ্ঘন হলে যেকোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page