“কুমিল্লা-৯৮ ফাউন্ডেশন” এর মিলন মেল

নিউজ ডেস্ক।।
জমকালো আয়োজনের মধ্যদিয়ে কুমিল্লা-৯৮ ফাউন্ডেশনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

সকালে কুমিল্লা ঈদগাহের মাঠে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই মিলন মেলার উদ্বোধন করা হয় পরে ঈদগাহ গেইট থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে স্ট্যাশন ক্লাবে এসে শেষ হয়। দিনব্যাপী অনুষ্ঠান সূচীর অংশ হিসেবে একশ জন এতিম শিশুর মাঝে খাবার বিতরণ, ৫৫ জন মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে পোষাক বিতরণ, ৪জন শিশুকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

দুপুরের খাবারের আয়োজনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়িদের পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন কুমিল্লার স্থানীয় জনপ্রিয় শিল্পিরা। কুমিল্লা ৯৮ ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান উদযাপন পরিষদে উপদেষ্টা হিসেবে আছেন, মোঃ আহসান উদ্দিন টুটুল (ইউসুফ হাই স্কুল), সাজ্জাদুল আক্তার সাজু (ঈশ্বর পাঠশালা), আবু হানিফ (কুমিল্লা হাই স্কুল), মোঃ ফরহাদ রেজা (কুমিল্লা জিলা স্কুল), নাইহান আহমেদ কাজল (কুমিল্লা জিলা স্কুল), সারকিস মজুমদার (কুমিল্লা জিলা স্কুল), সিদ্দিকুর রহমান বেলাল (ইউসুফ হাই স্কুল), ইদুল হক নোমান (কুমিল্লা জিলা স্কুল), মোঃ মহিবুর রহমান তুহিন (ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ), মোস্তফা কামাল (কুমিল্লা জিলা স্কুল), মোঃ নজরুল ইসলাম রিপন (ইউসুফ হাই স্কুল), সাইফুল ইসলাম (কুমিল্লা সরকারি কলেজ), আ, হ, ম, মানসুর অপু (কুমিল্লা জিলা স্কুল)।

জীবন সাহা (কুমিল্লা জিলা স্কুল), মোঃ জুম্মন হোসেন সুমন (ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ), সৈয়দ সোহেল পারভেজ বাবু (ইউসুফ হাই স্কুল), আনিছুর রহমান সুমন (এস এস এম হাই স্কুল, নোয়াপাড়া), রাকিব আহমেদ ভুঁইয়া জুয়েল (বড় গোবিন্দোপুর আলী মিয়া উচ্চ বিদ্যালয়), ফাহমিদা মৌসুমি (নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), তৈমুর ইরতিজা (ইউসুফ হাই স্কুল), মোহাম্মদ শাহাদাৎ হোসেন ফরহাদ (কুমিল্লা জিলা স্কুল), ক্যামেলিয়া রুবাইয়াত (আওয়ার লেডী ফাতেমা গার্লস হাই স্কুল), আব্দুল জলিল (কুমিল্লা জিলা স্কুল), মোঃ মনসুর কামাল রনি (ফেনী জিলা স্কুল), হাসান মাহমুদ কাজল (এস. এস. এম. হাই স্কুল, নোয়াপাড়া), গোলাম আজম (ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ)।

মিলনমেলায় বক্তব্য রাখেন, কুমিল্লা ৯৮ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি ডাঃ মো. রাসেল আহমেদ চৌধুরী, সহসভাপতি আব্দুল্লাহ-হিল-বাকী, সাধারন সম্পাদক মোঃ আশিকুর রাহমান, সহ-সাধারন সম্পাদক শায়লা শারমিন ইভা, কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন জীবন, কার্যনির্বাহী সদস্য চৌধুরী ফেরদৌস আহম্মেদ (তারেক), পারিজাত চন্দ্র সাহাসহ অন্যান্য বন্ধুরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page